নেগেটিভিটি | Hussain Rifat



আমরা আমাদের লাইফে প্রায় সময় কিছু করার আগে চিন্তা করি এটা করে কি আমার কোন লাভ হবে? এখানে কাজ করে আমি কি চাকরী পাবো? 
Shroud নামের একজন পিসি গেমার যার আসল নাম Michael Grzesiek আজ থেকে দশ বছর আগে শুধুমাত্র শখের বসে গেম খেলা শুরু করে । সে যখন শুধুমাত্র শখের বসে গেম খেলা শুরু করে সে তখনও জানতো না দশ বছর পর PUBG নামের একটি গেম আসবে যে গেইমের টপ প্লেয়ার থাকবে সে নিজে আর প্রতি এক ঘন্টা গেইম খেলে সে ডোনেশন পাবে ২০০-৪০০ ডলার ! 
Shroud এর এখন পর্যন্ত গেইম খেলে আয় করেছে ২২ লক্ষ ২৬ হাজার ২৩০ ডলার যা বাংলা টাকায় ১ কোটি ৮৮ লক্ষ ৩ হাজার ৫০ টাকা ।
ভাবা যায় যেখানে ভালো ভালো গ্রাজুয়েটরা ৬ ডিজিট পেতে কষ্ট হয় সেখানে এই পুচকে ছেলে গেম খেলে ৮ ডিজিট ছুঁয়েছে ।

২০০৮ সালে সালমান খান শুধুমাত্র তার কাজিনদের ম্যাথ পড়ানোর জন্যে Yahoo তে পড়ানোর পর Youtube এ ভিডিও দেয়া শুরু করে । তার প্ল্যাটফর্মটির ২০১৪ সালে রিভিনিউ ছিল ১৩৩ মিলিয়ন ডলার যা বাংলায় ১১০৬ কোটি টাকা । আর এই প্ল্যাটফর্মের নাম "খান একাডেমি" ।

আপনি যখন কোন একটি কাজ শুরু করবেন বা কারো সাথে করবেন সেটা হোক নন প্রফিটেবল , ভলেন্টিয়ারিং , স্টার্টাপ , অর্গানাইজেশন , ক্লাবিং , কন্টেন্ট ক্রিয়েটিং আপনি শুধু নিজের মত আপনার কাজ করতে থাকুন । ভবিষ্যতে যা হবে তা ভালো হবে এতোটুক এবং নিজের উপর বিশ্বাস রাখুন ।

যে ছেলেটা আজকে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হয়ে হাজার ডলার ইনকাম করে তার শুরুটা হয়েছিলো হয়তো "দেখি তো কিভাবে ফটোশপে লোগো বানায়" এই ছোট্ট চিন্তা থেকে । যে ছেলেটা আজ কোন পত্রিকায় ফিচার লিখে টাকা ইনকাম করছে তার শুরুটা হয়েছিলো ফেসবুকে লেখা কোন এক স্ট্যাটাস থেকে ।

আমার কাছে ভার্সিটি লাইফটা অনেকটা অনেকগুলো বন্ধ দরজার মত । আমি সবগুলো দরজায় নক করবো । যে দরজা খুলতে আমার ব্যাথা লাগবে সেটা আমার লাইফ লেসন হবে । আর যে দরজা আমার জন্যে খুলে যাবে সেটাই হবে আমার দরজা ।

তাই জীবনে যা করছেন সেটা যায় হোক মন দিয়ে করতে থাকুন । আজকাল প্রায় দেখি কোন ছেলে/মেয়ে কোথাও "ক্যাম্পাস এম্বাসেডর" বা অর্গানাইজেশনে যুক্ত হলে অনেকে "হাহা রিয়েক্ট" বা "ভাই জব দিয়েন" কমেন্ট করে ভীড় জমায় ।


আমি তখন তার মেন্টাল অবস্থার কথা চিন্তা করি কতটা নেগেটিভ প্রভাব পড়ছে তার উপর ।
আসলে পাশের বাসার ভাবীরা আজকাল একটু ডিজিটাল হয়েছে । এরা এখন ফেসবুকেও আছে তবে ভিন্ন রুপে । এদের নিয়ে খুব একটা মাথা ব্যাথার দরকার নেই ।
কারণ প্রত্যেকটা কাজে কোন না কোন অপরচুনিটি আছে । আমাদের কাজ হচ্ছে সে অপরচুনিটিকে গ্র‍্যাভ করা ।
ট্রাষ্ট মি , সেদিন সবগুলো "হাহা রিয়েক্ট" অটোমেটিক "লাভ রিয়েক্ট" হয়ে যাবে।


- HUSSAIN RIFAT


#HussainRifat

No comments:

Post a Comment