১) লাভ রিয়েক্টঃ ফেসবুকে অনেকগুলো রিয়েক্টের মধ্যে একটা হচ্ছে "লাভ রিয়েক্ট" । যেট নিয়ে সবচেয়ে বেশী কনফিউশন । আমি বা আমরা মাঝেমধ্যে ছবি , পোষ্টে লাভ রিয়েক্ট দিয়ে থাকি । এই লাভের মানে কিন্তু "আমি তোমাকে ভালোবাসি" এটা বুঝায় না ।
এর মানে আপনার ছবিটা , ছবির প্লেসটা, আপনার পাশে দাঁড়ানো কেউ একজন বা শুধুমাত্র স্ট্যাটাসটা কোন কারণে আমার পছন্দ হয়েছে ।
কিংবা স্রেফ আমি লাইকের বদলে হাতটাকে একটু বেশী চেপে এফোর্ট দিয়ে আপনার কাছে এটা মিন করছি যে আপনাকে আমি একটু বেশী ভ্যালু দিচ্ছি বা শুধুমাত্র আপনাকে আমার ভালো লাগে ।
তাই পরবর্তীতে যখনই কোন সিনিয়র বা জুনিয়র আপনার পোষ্টে বা ছবিতে লাভ রিয়েক্ট করবে তখন ভাববেন না - "আল্লাহ জানোস ! ভাইয়া তো আমার উপর সেই লেভেলের ক্রাশ খাইছে" ।
লাভ রিয়েক্ট ছেলে ছেলেদের ছবিতেও দেয় । মেয়েরা মেয়েদের ছবিতেও দেয় ।
২) সব পোষ্টে তোমার লাইক কেনঃ আমার কিছু বন্ধু আছে একসাথে আমার সব স্ট্যাটাসে লাইক দিয়ে দেয় । আমিও আমার ফেসবুক লাইফে এই কাজটি করি । একটু সময় নিয়ে স্ক্রল করতে করতে দিনের সব পোষ্টে লাইক , রিয়েক্ট দিয়ে দি । এরপর কিছু ভালো লেখা পড়ার চেষ্টা করি । এতে ১০ মিনিটে পুরো দিনের মোটামুটি পোষ্টে কভার হয়ে যায় । আমি যদি কোন BOT পেতাম যে কিনা প্রতিদিন এই কাজটা করে দিবে তবে টাকা দিয়ে হলেও আমি তাকে কিনে নিতাম ।
আর এই এক কারণে যখনই আমার কোন ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করে "ওই তুই অমুকের তমুক ফটোতে লাইফ দিসোস ক্যান ?"
আমি তখন বোকার মত ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি । কারণ আমি জানিই না আসলে কিসে লাইক দিয়েছিলাম । আমার এই একটা অভ্যাসের কারণে কেউ যদি আমাকে গালি দিয়েও স্ট্যাটাস দেয় আমি লাইক দিয়ে স্ক্রল ডাউন করার পসিবিলিটি খুব বেশী।
৩) হাহা রিয়েক্টঃ "তুই হাহা দিসোস কেন ? হেইট করোস আমাকে । তাই না "।
হাহা রিয়েক্ট দেয়া মানে যেন তুচ্চ তাচ্ছিল্য । কিন্তু এই রিয়েক্টটার জন্ম যে মার্ক জাকারবাগ ফানি বা মজা বুঝাতে বানিয়েছেন সেটা অনেকে মানতে চান না ।
অনেকে তো ছবিতে হাহা রিয়েক্ট দেয়ায় কয়েক বছরের পুরনো বন্ধুকে ফেসবুকে ব্লক মেরে দেয় । তার আগে অবশ্য এই " " ইমোটিকন দিয়ে একটা ম্যাসেজ ও দেয় । "ভালো থাকিস "
ফেসবুককে আসলে আমরা কেউই অতো সিরিয়াস ভাবে নেয় না । তবুও হয়ে যায়। এই যেমন আমার দুইজন পরিচিত ছেলে-মেয়ে ফেসবুকে কমেন্টে ঝগড়া করতো, নিজেদের মধ্যে মজা করতো । সেদিন শুনলাম কে জানি তাদের নিয়ে বলছে "জানিস,কমেন্ট দেখে যা বুঝলাম ওদের দুইজনের এখন গভীর খাতির । একদম টাইটানিক ব্রো"।
উপরের দুইটা আমাদের সবার ফেসবুক লাইফের কমন দুইটা সমস্যা । এমন আরো অনেক এক্টিভিটিস আমরা ফেসবুকে করি যেটা আসলে "তিল থেকে তাল হয়" । প্লিজ ডন্ট ডু দিজ ।
- HUSSAIN RIFAT
#HussainRifat
No comments:
Post a Comment