আর মাত্র কিছু ঘন্টা বাকি । তারপরই আসবে নতুন একটি দিনের ভোর । 3 Doctor শিক্ষক হিসেবে নিয়োগ দিবে নতুন মেডিকেলের ভাইয়া । তাঞ্জিলা হক মিতু উড়াল দিবে USA । USMLE পাস করে হয়ে যাবেন নামকরা কোন এক ডাক্তার । আবারো শয্যাসঙ্গী করবে হয়তো নতুন পাটেল বা কোন এক কিংবা একাধিক বেড পার্টনারকে । মানুষ শোক কাটিয়ে ভুলতে শুরু করবে । সব ঠিক হয়ে যাবে সব । শুধু অভিমান করে চলে যাওয়া Dr Mustafa Murshed Akash ভাইয়াটা আর আসবেনা । তাকে আর কখনো এমন মানুষকে ভালোবাসতে হবে না যাকে দীর্ঘ ৯ বছর ভালোবাসার পরও সে ভালোবাসাকে ভাগাভাগি করতে হয়েছে আরো বেশ ক'জন পুরুষের সাথে ।
তাকে আর রাতের বেলা তার স্ত্রীর এসব নষ্টামির ছবি হোয়াটস এপে পেয়ে চোখ ভেজাতে হবে না । কাউকে রিকোয়েস্ট করে বলতে হবেনা "প্লিজ চিট করো না আমার সাথে" । মা'কে ভালোবাসি বলার সাথে সাথে যে মানুষটার চোখে পানি আসলো সে নিজের জীবন দিয়ে দিলো অন্য এক ভালোবাসার মানুষ থেকে কষ্ট পেয়ে ।
আমি জানি , আমি বিশ্বাস করি আজ যে মানুষটার দৈহিক মৃত্যুকে আমরা দেখতে পাচ্ছি সে বহুকাল আগে থেকে মৃত ছিল । কতটা ধৈর্য্য ধরে থাকলে এমন একজন মানুষকে নিয়ে এতোদিন থাকা যায় সেটার অনুমান আমি করতে পারিনা ।
আপনি কাউকে ভালো না বাসতেই পারেন । আপনার কাউকে দুইদিন পর ভালো না লাগতেই পারে । আপনার মনটা হতে পারে হিমালয়ের মত বিশাল কিংবা চাইনা কোম্পানীর মোবাইল যেখানে বহু সিম একই সাথে থাকতে পারে । কিন্তু সবাই তো আপনার মত না । কেউ কেউ নকিয়া ১১০০ এর মত ছোট্ট একটা মন নিয়ে পৃথিবীতে আসে । যাদের নিঃশ্বাস আর বিশ্বাস জুড়ে শুধুমাত্র আপনিই বিচরণ করতে থাকেন । যাদের স্বপ্ন শুধুমাত্র আপনাকে ঘিরে । অন্তত সে সব মানুষগুলোর সাথে প্রতারণা করতে যাবেন না ।
আমার ভাবতে খুব অবাক লাগে এই পৃথিবীর নিয়মগুলো খুব অদ্ভুত । কেউ আপনাকে মুখে বিষ দিলে সেটা হবে হত্যা কিন্তু কেউ যদি আপনার মনে বিষ ঢেলে আপনাকে তিলে তিলে মারতে থাকে সেটা কোন অপরাধ বলেই গন্য হবেনা । আমাদের সমাজে এসব গল্প প্রতিনিয়ত চলছে । চরিত্রগুলো পরিবর্তন হচ্ছে । কখনো ছেলের জায়গায় মেয়ে কখনো মেয়ের জায়গায় ছেলে । তবে বিশ্বাস ভাঙার গল্পগুলোর কোন পরিবর্তন হচ্ছে না ।
বিশ্বাস ঘাতকেরা দিব্যি ভদ্রতার মুখোশ পড়ে দাপিয়ে বেড়াচ্ছে এক মন থেকে আরেক মন । কারণ পৃথিবীর আদালতে এর কোন শাস্তি নেই । আর তাই হয়তো সদ্য হাসিখুশি থাকা এসব মানুষগুলো আত্নহত্যার মত ঘৃণ্য কাজকে বেছে নেয় । তারা শেষে একটা কথায় প্রচন্ড অভিমান নিয়ে বলে যায় "ভালো থেকো আমার ভালোবাসা , তোমার প্রেমিকদের নিয়ে"।
- Hussain Rifat
[ ভিডিও চিত্রটি Sanjoy Shubro ভাইয়ার ধারণকৃত ]
No comments:
Post a Comment