"হারিয়ে যাওয়া শৈশব" | Hussain Rifat





ফেলে আসা শৈশব কি ফিরে পাওয়া যায় ? উঠোনে সবাই একসাথে বসে গল্প শোনা , একটা টিভিতে সবাই বসে "আলিফ লায়লা" কিংবা "ইত্যাদি" দেখা । কত টাকা প্রয়োজন হতে পারে এসব দিনগুলো আবার ফিরে পেতে? আচ্ছা আমাদের অনলাইন - অফলাইন জীবন কি দেখতে ঠিক একই রকম ?

এখনের ঈদগুলো কেমন যেন অনুভুতিহীন । বন্ধুদের সাথে রেস্টুরেন্টে বসা যেন শুধুমাত্র সেলফি আর Check In এ সীমাবদ্ধ । কিন্তু এতোটা যান্ত্রিক জীবন কি আমরা চেয়েছিলাম ?

"হারিয়ে যাওয়া শৈশব" গল্পটি আপনার গল্পের সাথে মিলে গেলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে ।







- HUSSAIN RIFAT


#HussainRifat

No comments:

Post a Comment