মানব ক্যালেন্ডার


মানুষ খুবই অদ্ভূত এবং বিচিত্র প্রাণীর অন্তর্ভুক্ত। খোলা চোখে স্বপ্ন দেখে।ঘড়ির কাটা আসবে বলে অপেক্ষা করে কিন্তু সেই কাটা টিকটিক করার সময় মনে থাকেনা যে সময় এসে গিয়েছে।চুলোয় ভাত দেয়ার পর ঘন্টা দেড়েক পরেও ভাত যদি তলানীতে পড়ে থাকে তবে রাধুনীর মনে আর আশা থাকবেনা যে প্লাষ্টিকের ভাত একসময় পাতিল উপচে পড়বে। সবচেয়ে মূল্যবান

এবং অপরিবর্তনীয় হলো মানুষের মন আর আগ্রহ।দুটোয় অন্য কারো হস্তক্ষেপ করার সাধ্য থাকেনা।মাথা ফেটে রক্ত পড়লেও ব্যান্ডেজ দিতেও আসবেনা।গবেষণায় দেখা যায় একজন মানুষ অন্যের মন ৩০ ভাগ বুঝতে পারলেও বাকি ৭০ ভাগ বুঝতে পারে না।জোর করে কিছু পাওয়া যায় না সেটা

আগ্রহ হোক মন হোক কিংবা পুরনো স্মৃতি ভালোবাসা।যেসব কাজে মানুষের প্রচন্ড আগ্রহ ইচ্ছা জমানো থাকে তাদ প্রতি ইচ্ছা লুকিয়ে নিজের মধ্যে রেখে দিতে পারেনা।কখনো নিজের মনকে স্থির ঠাঁই করে রাখতে পারেনা।

আর যে বিষয়ে আগ্রহ থাকেনা তা অনাগ্রহের তালিকায় দিনের পর দিন পড়ে থাকে সরকারী কাগজ পত্রের মত
তা সে দেদারসে ভূলে গিয়ে নিজের মত বাঁচতে পারে।আর এসব বিশেষ বিশেষ ক্ষমতার
জন্য তারা মানুষ,পশু নয়।

অপেক্ষা কিংবা নিজের মনের সাথে যুদ্ধে কোন মানুষই বেশীদিন টিকে থাকতে পারেনা।দুটো জীবন এক জীবন।এক জীবন আবার দুটো আলাদা আলাদা জীবন।

পৃথিবীর সকল যুদ্ধের একদিন না একদিন অবসান ঘটেছে।সেটা রক্তপাতের যুদ্ধ হোক কিংবা কোল্ড ওয়ার।ঠিক তেমনি মনের যুদ্ধ এক সময় গিয়ে থেমে যাবেই।পরাজিত সৈনিকেরা অচেনা মরুভূমি দেখে নিজেদের পরাজয় মেনে নিবে।

আর ক্যালেন্ডারের পাতার সালের জায়গা উল্টেপাল্টে দেখবে দিনগুলো ও কি
বদলে গিয়েছে কিনা।কারণ যেখানে মানুষ বদলাতে পারে টাকার ক্যালেন্ডারের সাল কোন ছাঁই।

শব্দ গুলিয়ে পানির সাথে মিশিয়ে কাব্য রচনা করা যেতে পারে তবে সম্পূর্ণ মনের অভিব্যাক্তি কখনো প্রকাশের নয়।
সেসবের হিসাব রাখতে হয় বালিশের সাথে নিজের।

No comments:

Post a Comment