থ্রি সিম্পল Life Hacks For ফেসবুক :


১) আপনি চান না কেউ আপনাকে ফেসবুক গ্রুপে এড করুক তাও আপনাকে "হিরো আলম ফ্যান ক্লাব" গ্রুপে এড করে দিলো আর আপনি তার উপর রেগে গিয়ে পঁচানোর জন্যে দিলেন
একটা পাবলিক ফেসবুকে স্ট্যাটাস !

সে তো দেখলো বাকি আরো অনেকজন দেখলো আপনার পোষ্ট । সে মুহুর্ত থেকে আপনি কয়েকজনের কাছে হয়ে গেলেন কালার,  রুড,বাত্তামিজ আদমি কিংবা অন্যদের কাছে একটা নেগেটিভ ইম্প্রেশন ক্রিয়েট করে ফেললেন নিজের জন্যে ।

কেউ ফেসবুক গ্রুপে এড করলে ধৈর্য্য নিয়ে বসে থাকুন আর রাত হলে একসাথে সব বাইক্কা গ্রুপ থেকে পার্মানেন্ট লিভ নিন ।
প্রবলেম সলভড!

২) আপনি ব্রাজিল সাপোর্টার তাই আর্জেন্টিনাকে নিয়ে ট্রল করা ফরয আপনার জন্যে । ওদিকে অনলাইনে বসে ছিল আপনার ক্রাশ আর ক্লায়েন্ট দুইজনই ।
তারা আবার আর্জেন্টিনার সাপোর্টার ।
সম্পর্কটা এতোদিন ভালোই চলছিলো কিন্তু আপনার রোষ্টিং পোষ্টিংয়ের পর ওখানেই শেষ!

ব্রাজিল সাপোর্টার হলে চুপ চাপ খেলা দেখুন।
আর্জেন্টিনার কেউ বিরক্ত করলে তার সাথে পার্সোনালি ডিল করুন।  ব্যাস !

৩) কারো সাথে চ্যাট করতে ইচ্ছে করছেনা প্রচন্ড বিরক্তিকর পার্সন সে !
একটা কাজ করুন তার সাথে তিন চার মিনিট কষ্ট করে অনেক বেশী রিপ্লাই দিন ।
যেন তার রিপ্লাইয়ের আগে আপনি রিপ্লাই দিতে পারেন
এরপর একটু পর বলুন শুনো আমার একটু কাজ আছে আই উইল বি রাইট ব্যাক!

শেষ তিন চার মিনিট যে কন্টিনিয়সলি চ্যাট করেছেন সেটার রেশ তার মধ্যে কাটতে কাটতে আপনি এক দুই ঘন্টা রেস্ট পাবেন আবার সম্পর্কটাও ঠিক থাকলো ।
ট্রাস্ট মি ইট ওয়ার্কস...!!!

আমাদের মত সিম্পল মানুষদের ফেসবুক প্রোফাইলে ফ্যান ফলোয়ারস না থাকলেও ফ্রেন্ডলিস্টে অনেকগুলো ওয়েল উইশার হিডেন ভাবে থাকে ।
যারা আমাদের সব কাজকে প্রচন্ড ভাবে এপ্রেসিয়েট করে , সিক্রেটলি স্টক করে ,  আমাদের কাজের সবসময় ফিডব্যাক দেয় ।

যদিও আমাদের লাইফে প্রত্যেকটা মানুষই অনেক অনেক বেশী ইম্পোর্টেন্ট কিন্তু ওয়েল উইশাররা আরো বেশী ইম্পোর্টেন্ট।
তারা অনেক বেশী ভ্যালু এড করতে পারে আমাদের লাইফে। অনেক কম মানুষই আছে এই পৃথিবীতে যারা আসলেই খারাপ বা আমাদের ক্ষতি করবে।

আমাদের ওয়েল উইশাররা হচ্ছে আমাদের লাইফের জন্যে ধনাত্বক প্রভাবক । একটা ছোট্ট ইন্সিডেন্ট, ফেসবুক স্ট্যাটাস কিংবা আর্গুমেন্ট আমাদের অনেকগুলো ওয়েল উইশারের সাথে সম্পর্ক নষ্ট করতে পারে !
সো ডোন্ট ডু দ্যাট ব্রো...!
Use Facebook For A Better Cause.
For Self Branding 💜

No comments:

Post a Comment