কোটিপতি হওয়ার স্বপ্ন ফুটপাতে দাঁড়িয়ে আমরা যতটা দেখতে পাই আমরা যখন রেডিসন ব্লুতে যায় তখন সে স্বপ্নটা আরো বেশী দেখতে থাকি। কারণ আশে পাশের পরিবেশ তখন আমাদের ভাবায় যে না এই জায়গাটায় আমি আমার নিজেকেও একদিন দেখতে চাই ।
কিংবা অমুক জিনিসটাও আমি আমার নিজের করে পেতে চাই । বি এম ডব্লিউ টা একদিন আমার হবে।
কিংবা অমুক জিনিসটাও আমি আমার নিজের করে পেতে চাই । বি এম ডব্লিউ টা একদিন আমার হবে।
ঠিক তেমনি আমরা যখন অনেক গুলো প্রফেশনাল মানুষের জীবনের অভিজ্ঞতা শুনতে যাবো কিংবা একজন উদ্যেক্তার জীবনের প্রথম দিককার ব্যর্থতার কথা শুনবো তখন আমাদের মনের কোথাও না কোথাও সেটা গেঁথে যাবে সেটা হোক কোন ইউটিউব ভিডিও কিংবা লাইভ সেশন ।
আর একই সাথে সেদিন থেকে বড় হওয়ার এক তীব্র তাগিদ অবচেতন মনে কাজ করতে থাকবে যে না একদিন আমিও এমন সফলদের মধ্যে নিজের নামটিকে ঠাঁই করিয়ে নিবো ।
আপনি কখনোই আপনার জীবনে মোটিভেশনকে পুরোপুরি ডিনাই করতে পারবেন না।
আর এটাই অন্যতম কারণ হতে পারে আপনার টিকেটের টাকায় কোন ভালো রেষ্টুরেন্টে এক বেলা পেট ভরে না খেয়ে সে টাকাতে এমন কিছু মানুষের সাথে দেখা হওয়া কিংবা তাদের কথা শোনা যাদের সাথে পার্সোনালি কথা বলতে গেলে হয়তো মাসের পর মাস আপনাকে অপেক্ষা করতে হতে পারে ।
ভাবতে কেমন অবাক লাগছে যাদের আপনি ইন্টারভিউ বোর্ডে দেখে ঘাম মুছতে মুছতে নার্ভাস হবেন সেই মানুষগুলোয় কিনা আপনাকে শোনাতে আসবে নিজেদের জীবনের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠার গল্প ।
এক সেশনে নেটওয়ার্কিং সেশনে ইউনিলিভারের একজন সিনিয়রের সাথে পরিচয় হয়েছিলো । তার সাথে প্রোগ্রামের পর তার কথা মনে রাখায় তিনি একদিন কফির অফার করে ফেললেন। ঠিক সেদিন বুঝতে পারলাম আসলে কোন মানুষের সাথে এক বছর চ্যাট করেও যে সম্পর্ক সৃষ্টি হয় না তার সাথে দশ মিনিট একই টেবিলে কথা বলে তার চেয়ে ক্লোজ সম্পর্কের সৃষ্টি করা যায়।
আমরা সফল দের সফলতার গল্প গুলো দেখি কিন্তু তার পিছনে যে কত নির্ঘুম রাতের গল্প আছে এসব গল্পকে আমরা জাস্ট মোটিভেশন বলে উড়িয়ে দেয়।
জীবনে কখনো কখনো আমাদের মোবাইলের ব্যাটারির মত রিচার্জের দরকার হয়। কখনো কখনো পাহাড়ে উঠতে মা পারা গাড়ির মত আমাদেরও একটু পিছনে এসে আরো স্পিড বাড়িয়ে সামনে আগাতে হয়।
আর এর জন্যে যে একটা অনুপ্রেরণা আর সাহস দরকার হয়তো সেটা শুরু হতে পারে শুধুমাত্র কিছু সফল মানুষকে কাছ থেকে দেখতে পেয়ে ।
No comments:
Post a Comment