গ্রামের বাড়িতে আমার বাবা - চাচাদের ভালোই নাম-ডাক । আর তাই ছোটবেলায় রোযার ঈদে গ্রামে গেলে দেখতাম দূর দূর থেকে বাড়ির উঠোনে লাইন ধরে মানুষ যাকাতের জন্যে বসে থাকতো ।
আমরা খুব সম্ভবত তিন ভাবে যাকাত দিতাম ।
সবাইকে ইফতার কিনে দেয়া , শপিং করিয়ে দেয়া এবং সবশেষে টাকা দেয়া । তিন ভাগে ভাগ হওয়ায় শেষে নগদ টাকার পরিমানটা কমে যেত ৷
সবাইকে ইফতার কিনে দেয়া , শপিং করিয়ে দেয়া এবং সবশেষে টাকা দেয়া । তিন ভাগে ভাগ হওয়ায় শেষে নগদ টাকার পরিমানটা কমে যেত ৷
আস্তে আস্তে আমি বড় হলাম । বুঝতে শিখলাম যাকাত কি , কেন দেয়া হয়, কিভাবে যাকাত দিতে হয় ।
বুঝলাম যাকাত দেয়া হয় যাতে গরীবদের আর্থিক অবস্থা কিছুটা উন্নতি করা যায় এই জন্যে ।
তবে ঈদের শপিং করে দিয়ে যে একটা গরীবের আর্থিক অবস্থার উন্নতি করা যায় না সেটা অবশ্য ততদিনে বুঝে গেলাম ৷
আরো জানলাম কিছু বিশেষ কারণ ছাড়া সম্পদের যাকাত শুধুমাত্র নগদ অর্থের মাধ্যমে দেয়া যায় ৷
তার মানে নগদ অর্থ থাকলে কাপড় দিয়ে যাকাত দেয়া যাবে না ৷ আর এমন ভাবে নগদ অর্থ দিতে হবে যাতে সে আগের চেয়ে কিছুটা সাবলম্বী হতে পারে ৷
তার মানে নগদ অর্থ থাকলে কাপড় দিয়ে যাকাত দেয়া যাবে না ৷ আর এমন ভাবে নগদ অর্থ দিতে হবে যাতে সে আগের চেয়ে কিছুটা সাবলম্বী হতে পারে ৷
তাহলে আমরা যে নিয়মিত দেখি যাকাতের শাড়ি , যাকাতের লুঙ্গি এসব কি যাকাত না ?
বা আমরা এতোদিন গ্রামে যেসব দিচ্ছিলাম এসব কি যাকাত না ?
বা আমরা এতোদিন গ্রামে যেসব দিচ্ছিলাম এসব কি যাকাত না ?
তার জন্যে জানতে হবে টাকা ছাড়া অন্য কিছু দিয়ে যদি একান্তই যাকাত দিতে হয় তবে তার সঠিক নিয়ম কি ।
ইসলাম আমাদের কি বলে এই সম্পর্কে ?
ইসলাম আমাদের কি বলে এই সম্পর্কে ?
একশো দেড়শো টাকার কাপড়কে যাকাত হিসেবে ইসলাম কতটা সমর্থন করে ?
তার নিয়ম হচ্ছে "আপনাকে এমন কিছু যাকাত দিতে হবে , যা আপনি নিজের জন্যে পছন্দ করেন এবং যাকে যাকাত দিবেন তার জন্যেও একই জিনিস পছন্দ করতে হবে"।
তার মানে এবার আমি ILLIYEEN এর ৬৫০০ টাকার black কালার পাঞ্জাবীটা নিজের জন্যে পছন্দ করে রেখেছি । এখন কি যাকাত দলে আমাকে ওটাই দিতে হবে ?
আপনার ভ্রু খানিকটা কুঁচকে গেলেও উত্তরটা হ্যাঁ ৷ আমি কাউকে পাঞ্জাবী দিতে চাইলে ILIYEEN এর সেই দামি পাঞ্জাবীটায় সর্বোচ্চ গ্রহণযোগ্যতা পাবে ।
তবে ওয়াল্লাহি আমি কখনো কাউকে স্যানমার থেকে যাকাতের কাপড় কিনতে দেখিনাই ৷ এমনকি আমার নিজের পরিবারের কাউকেও যাকাতের কাপড় দামী জায়গা থেকে কিনতে খুব কম দেখেছি ৷
তার মানে আসলেই আমি নিজের জন্যে যা পছন্দ করি তা যাকাতের হিসেবে পছন্দ করি না ৷ যাকাতের জন্যে আমরা পছন্দ করি স্পেশাল সাইনবোর্ড লাগানো "এখানে যাকাতের কাপড় বিক্রি করা হয়" দোকানে ৷
হয়তো আমরা অনেকে কোয়ালিটি কম - বেশী করি ৷ কিন্তু একদম নিজের মত করে কেউ শৈল্পিক থেকে কিংবা cats Eye থেকে যাকাতের কাপড় কিনেছেন আমি এখনো দেখিনি ৷
মুশকিল ৷ তাহলে যাকাত কিভাবে দিতে হবে ? আমরা যে যাকাত দিয়ে আসছি সব কি তাহলে ভুল ছিল ? কিভাবে একজনকে যাকাত দিয়ে সাবলম্বী করা যাবে ? কত লাখ টাকা দিতে হবে ? ১০০ জনকে ১০ লাখ টাকা ভাগ করে দেয়া ভালো নাকি ১০ জনকে ১০ লাখ টাকা ?
আসুন এবার আমরা ক্যালকুলেটর নিয়ে বসি ৷
একটা লোহার চার চাকার ভ্যান গাড়ির দাম পড়বে ১৬ - ২০ হাজার টাকা । যদি সে গাড়িতে চা - বিস্কুট বিক্রি করে তবে দিনে ১০০০ -১৮০০ টাকা বিক্রি হবে ৷
সাথে একটি অনুরোধ জুড়ে দিন "ভাই তোমাকে আমি এটা কিনে দিচ্ছি , কথা দাও এতো পরিশ্রম করবে যাতে আগামী বছর তুমি আরেকজনকে এমন একটা গাড়ি কিনে দিতে পারো ৷"।
সাথে একটি অনুরোধ জুড়ে দিন "ভাই তোমাকে আমি এটা কিনে দিচ্ছি , কথা দাও এতো পরিশ্রম করবে যাতে আগামী বছর তুমি আরেকজনকে এমন একটা গাড়ি কিনে দিতে পারো ৷"।
ট্রাস্ট মি ১০ জনের মধ্যে ২ জন আপনার কথা রাখবে ৷ বাজেট কম হলে একটি কাঠের গাড়ির দাম পড়বে ৫ - ৮ হাজার টাকা ৷ এসব গাড়িতেও প্রায় একই রকম বিক্রি হয় ৷
একটা চায়ের ফ্লাক্স আর সাথে কিছু জিনিস কিনে দিন ৷ ৫ টাকার রঙ চা ১০০ টা বিক্রি করলে দিনে ৫০০ টাকা ৷ মাস শেষে ১৫ হাজার টাকা ৷ কাউকে ওজন মাপার ডিজিটাল মেশিন কিনে দিন ৷ ওজন মাপা - হাইট মাপা একজন ১০ টাকা ৷ প্রতিদিন ১০০ জন হলে মাস শেষে ৩০ হাজার টাকা ।
কাউকে গাভী কিনে দিন । একটি অষ্ট্রেলিয়ান দুধ দেয়া গাভী এক লাখ ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ৷ একটি গাভী প্রতিদিন ১৪-১৬ লিটার দুধ দেয় ৷ শহরে প্রতি লিটার দুধের দাম ৭০ টাকা আর গ্রামে ৫০ টাকা ৷ তাহলে মাস শেষে ২১০০০ টাকা থেকে ২৯৪০০ টাকা আয় হবে ৷ বছর শেষে সে আরেকজনকে গাভি কিনে দিতে পারবে ৷
ব্যাস হয়ে যাবে তাদের নতুন কর্মক্ষেত্র ৷
সেদিন আমি আর আমার বন্ধু তৌসিফ চকবাজার থেকে রিকশাতে ফিরছিলাম । রিকশাওয়ালা আমাদের বয়সী ছেলে । গ্রামের বাড়ি গাইবান্ধা । সে বললো সে এই রিকশা চালিয়ে গ্রামের বাড়িতে দুইটি ধানের জমি কিনেছে ৷ তার মাসে আয় ২৫ হাজারের উপর ।
অবাক লাগছে ? একজন ফ্রেশার অনার্স গ্রাজুয়েটও এতো টাকা পায় না এসব ভাবছেন ? কিন্তু কথাগুলো সত্যি ৷
একটা বাংলা রিকশার দাম ১৫ হাজার টাকার কম বেশী ৷ আর অটো রিকশা ৪৫ হাজার থেকে শুরু করে ৬০ হাজার টাকা ৷
আপনার যদি মনে হয় মাত্র ১৫ হাজার টাকা দিয়ে ভ্যান আর ৩০০০ টাকা দিয়ে ফ্লাক্স কেনার মত টাকা নাই এমন মানুষ বাংলাদেশে নাই তবে আপনি এখনো জানেন না বাংলাদেশে এখনো অনেক মানুষ আছেন যারা কতটা গরীব ৷
জ্বি । এভাবেই আমাদেরকে যাকাত দিয়ে মানুষকে সাবলম্বী করতে হবে ৷ কাউকে যাকাতের টাকা দেয়ার সময় এমন ভাবে দিতে হবে যাতে পরবর্তী বছর সে নিজে আরেকজনকে সাবলম্বী করতে পারে ৷
একটা দুইশো টাকার শাড়ি কিংবা দেড়শো টাকার লুঙ্গী কখনো যাকাত হতে পারে না ৷ এবার আমার পরিবার কাউকে কাপড় যাকাত দিবে না ৷ কারণ আমি সবাইকে এই ব্যাপারে বুঝিয়েছি ৷ আমি জানি আমার ফ্রেন্ডলিস্টে অনেক ধনী মানুষ আছেন । আশা করছি এবার আমাদের যাকাত দিয়ে আমরা আমাদের আশে পাশের কয়েকটি পরিবারকে সাবলম্বী করতে পারবো ৷ যাতে আগামী বছর তারা আরো কয়েকজনকে সাবলম্বী করতে পারে ৷
অনুরোধ থাকবে লেখাটি আপনার বাবা - মা কে অবশ্যই পড়তে দিবেন অথবা পড়িয়ে শুনাবেন ৷
জাঝাকাল্লাহু খাইরান ৷
- HUSSAIN RIFAT
#HussainRifat
জাঝাকাল্লাহু খাইরান ৷
- HUSSAIN RIFAT
#HussainRifat
No comments:
Post a Comment