তারপর কাটবে আরো ছ'মাস।পুলিশের নিখোঁজ তালিকায় উঠবে আমার নাম।খোঁজ হবে।
সন্দেহ বাড়বে।ওসি সাহেব ভ্রু কুঁচকাবেন।
হুম্মম,ছেলে চার ওয়াক্ত নামায পড়তো,জুমা পড়তে মসজিদে যেত,থুতনিতেও দাঁড়ি ছিল।
কনস্টেবল,ব্যাপার তো সাংঘাতিক।
-উগ্রপন্থি স্যার?..
হতেও পারে । ঠুকো ওয়ারেন্ট।
-ইয়েস স্যার!
আবারো সে একই পত্রিকায় ভিন্ন শিরোনাম আমি
"আই আই ইউ সির অমুক সন্দেহভাজন নিখোঁজ তাকে খুঁজে দিতে পারলে দশ লাখ টাকা পুরষ্কার"। কেটে যাবে আরো দু'বছর। ভূল ভাঙবে সবার। উগ্র টুগ্র ধুর ছাঁই ছেলে বুঝি আসলেই নিখোঁজ হলো।
ভূলতে বসবে সবাই। সাতে জুলাই আইডিতে আইডিতে রিমাইন্ডার যাবে সবার।
Wish him and say Happy Birthday!
ট্রিট পার্টি ট্রিট খুঁজতে ওয়ালে এসে দেখবে মালিক নাই। পোষ্ট আসবে "দোস্ত যেখানেই আছিস ভালো থাকিস" "খুব মিস করি ভাইয়া তোমাকে" "দোস্ত ভূলে গেলি এভাবে" "প্লিজ কাম ব্যাক ভাইয়া"
মা আমার ভাইয়ের বাচ্চাকে বিকেল বেলায় ছবি দেখিয়ে গল্প শোনাবে বুঝলি এটা তোর ছোট চাচ্চু। প্রচন্ড জেদ আর বদমেজাজী ছিল। ছেলেটা আমার কোথায় যেন নাই হয়ে গেল।
যে আমাকে একসময় প্রচন্ড ভালোবাসতো কিংবা অভিনয় করতো সে মেয়েটাও হয়তো ভূল করে অসময়ে তার বাচ্চাদের আমার ছবি দেখিয়ে গল্প শোনাতে বসবে,এটা তোমার এক আংকেল,অভিমান করে হারিয়ে গিয়েছিলো বহুদিন আগে বুঝলে? (sigh)
-মামনি আংকেল তোমার কি লাগতো?
গল্প শেষ। ওয়েট!
ভাবতেছেন ইমোশনাল স্টোরি বললাম?
এবার একটু চিন্তা করুন তো আপনিই তো সে যে কিনা ভাবেন "আত্নার মৃত্যু সে কবে হয়েছে,দেহ পড়ে আছে"।
তার মানে আত্না অনেক আগেই বহুজনের নিখোঁজ। তাহলে খোঁজ পড়েনা কেন?
বাংলা সিনেমার "ছেড়ে দে শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না" ব্যাপারটা বড্ড ভুল স্টেটমেন্ট লাগে আমার মাঝেমধ্যে।
দেহের উপস্থিতি সেটা সবক্ষেত্রেই প্রয়োজন।সেটা বোর্ড পরীক্ষা দেয়া থেকে শুরু করে বিয়ের স্টেজে কবুল বলা।
আত্নাকে তো আমরা সবাই হারাচ্ছি,ভাঙছি প্রায় প্রতিদিন প্রতিনিয়ত। কই? কোথাও তো নিখোঁজ সংবাদ ছাপানো হচ্ছেনা।
কখনো কি দেখেছেন পত্রিকায় আসতে "অমুক নিজেকে হারিয়ে ফেলেছে,খুঁজে পাওয়া গেলে যোগাযোগ করুন......."
সত্যি বলতে আপনার আত্না হারিয়ে চুরমার হয়ে যাক।দফারফা হয়ে যাক।
কারো চোখে আসবেনা।আসবেনা। পত্রিকায় খুঁজবেনা পুলিশ।
বাস্তবতা হচ্ছে দিন শেষে আমরা নিজেদের জন্যে হারায়।
আর যখন দেহের উপস্থিতি হারিয়ে যায় তখন সবার জন্যেই হারিয়ে যায়।।।
No comments:
Post a Comment