2)আমি আইইবি স্বীকৃত ইঞ্জিনিয়ার হবো।
1)আমার নামের আগে ডাক্তার লাগবে,
2)আমার নামের আগে ইঞ্জিনিয়ার লাগবে।
1)আরে আমার একটা ওটি করলেই ৫০ হাজার পকেটে,
2)আরে আমার একটা সফটওয়ারের এক কপি ১ লাখ।
1)আমি বিসিএস দিয়ে সরকারী ডাক্তার হয়ে যাবো,
2)আমি বিএসসি পাশ করলেই সরকারী ইঞ্জিনিয়ার, বিসিএস লাগেনা।
1)বিয়ের বাজারে ডাক্তারের দাম চড়া,
2)বিয়ের বাজারে ইঞ্জিনিয়ারের দাম আসমানে।
1)তুমি আমার রুমের বাইরে আমাকে দেখাইতে ওয়েট করবা,
2)আর তুমি যে সেলারীর জন্যে যেখানে ওয়েট করবা সে প্রোগ্রাম হবে আমার লেখা এলগোরিদমে।
1)এম্বিবিএস পাশ করে সোজা বাইরের দেশ এরপর লাখ লাখ টাকা,
2)বিএসসি পাশ করেই সোজা ইউএসএ টেক জায়ান্টদের দেশে এরপর ডলার আর ডলার।
1)কত ইঞ্জিনিয়ার দেশে ঘুরে জব না পেয়ে,
2)কত ডাক্তার ডিস্পেন্সারী দিয়া বসে আছে।
1)দেখা যাবে,
2)দেখা যাবে।
(কাল্পনিক)
জীবনে কখনো আরেকজনের সাথে প্রতিযোগীতা দিতে বাঁচতে যাবেন তো কংগ্রেটস সেদিনই আপনি আপনার নিজের মৃত্যুকে নিশ্চিত করলেন।
জীবন কখনোই কোন Race না যে কোন ইন্ডিভিজুয়াল পার্সন থেকে আমাকে এগিয়ে থাকতেই হবে নতুবা আমার জীবন শেষ।
।
না জীবন এমনটা না। সাইকোলজিতে ইনফেরিওরিটি কমপ্লেক্স নামের খুব সুন্দর একটা টার্ম আছে। এরা নিজেদের খুব বেশী হীনমন্যতায় ভুগে এবং এর জন্যে তার চারপাশকে তারা দায়ী করে।
তাদের বিশ্রি ভাষায় আমরা বলি "জেলাস বিচ"।
এর থেকে বাঁচার উপায় হচ্ছে নিজের জীবনকে নিজের মত গুছিয়ে নিয়ে শুধুমাত্র নিজের জন্যে বাঁচুন।
একটা দিন বেশী বাঁচলে সেটা শুধুমাত্র আমারই জন্যে।যেখানে নষ্ট আবেগের কোন জায়গা থাকবেনা।
যেখানে রঙমঞ্চের জন্যে আলাদা কোন স্থান থাকবেনা।
অন্য জনের সাথে রেস করে হয়তো আপনি সাময়িক জিতে যাবেন কিন্তু হ্যাপিনেস পাবেন না।
গবেষণায় দেখা যায় শতকরা ৯২ ভাগ মানুষ মৃত্যুর আগে আফসোস থাকে যে নিজের জন্যে যদি আরেকটু বেশী সময় পেতাম,নিজের জন্যে যদি আরেকটু বাঁচতে পারতাম!
আর আপনি যদি বাকি ৮ ভাগের মধ্যে নিজেকে আনতে পারেন তবে তখন মৃত্যুর সময় আর মনে হবেনা "ইসস আরেকটু যদি বাঁচতে পারতাম"।
একজন ফেমাস মানুষ বলেছিলেন:
In the end, only three things matter : how much you loved, how gently you lived and how gracefully you let go of things not meant for you.
।
নিজের যেটাকে ভালো মনে হবে সেটাকে ভালো ধরে আগাতে থাকুন।ভূল হলে ক্ষতি নেই।
Trust me আপনি কখনোই বিরানীর প্যাকেট হতে পারবেন না।কখনোই পৃথিবীর সব মানুষ আপনাকে ভালো বাসবেনা।
কিছু মানুষ থাকবেই যারা আপনাকে কারণে অকারণে অপছন্দ করবে।
কিছু মানুষের চোখের বালী হতে আপনাকে হবেই।
তারা আপনাকে হয়তো এক-দু বছর ধরে চিনে।কিন্তু আপনি আপনার নিজেকে জন্মের পর থেকে চিনে আসছেন।
"একটা ভাত টিপলে বাকি চাল বুঝা যায়" থিওরি বাদই দিয়ে দিন।এসব বাইক্কা থিওরি খাটেনা সব জায়গায়।
তাদের "শুহ" থিওরি এপ্লাই করুন।
তারা আপনাকে শেষ করতে চাইবে কিন্তু তাদের সে সুযোগ দেয়া যাবেনা।
কিছু মানুষ থাকবেই যারা নিজেদের দোষ ঢাকতে সব দোষ আপনাকে দিয়ে দিবে।কিছু বিচ,পিগ থাকবেই আমাদের সবার লাইফে।কিছু মানুষ থাকবেই যারা আপনার জীবনটাকে রেস বানাতে চাইবে,
চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলবে "তুমি আমার থেকে বেটার হইতে পারবা না" তখন তাদের পালটা চ্যালেঞ্জ না ছুড়ে দিয়ে বলবেন "তা তে কার বাপের কি ভাই?"
।
জীবন আমাদের কখনোই কাউকে খুব একটা বেশী সুযোগ দেয় না। মনে রাখবেন
If you live for people's acceptance,
You will die for their rejection!
No comments:
Post a Comment