ভার্সিটির থার্ড বা ফাইনাল ইয়ারের কোন ছেলে কিংবা মেয়েকে আপনি জোর করেও কোনদিন প্রেম - ভালোবাসায় সিরিয়াস করাতে পারবেন না ৷ এই বয়সটা একটু অন্যরকম। এই বয়সে হুট করে আমাদের জীবন বদলাতে থাকে। আমরা বুঝতেও পারিনা কখন আমরা এতোটা বড় হয়ে গিয়েছি।
এই বয়সেই আমাদের কারো কারো ঘরের একমাত্র আয় করা মানুষটি চাকুরী থেকে রিটায়ার্ড নামক সম্মাননা নিয়ে বাসায় ফিরে আসেন । পরিবারের ব্যয়টা হঠাৎ করে অর্ধেকে নেমে আসে । নিজের মধ্যে একটা ভাবনা কাজ করতে থাকে ৷ বাসা থেকে টাকা নিতে কেমন যেন সংকোচ বোধ কাজ করতে থাকে ৷ আর প্রাইভেট ভার্সিটিতে পড়লে তো কথা নাই । সেমিস্টারের শুরু আর মাঝখানে বান্ডিলে বান্ডিলে টাকা জমা দেয়ার লাইনে দাঁড়িয়ে অনুশোচনাতে পুড়তে হয় ৷
সারাদিন কাজ করতে থাকা মায়ের শরীরটা যেন বয়সের কারণে একটু আধটু দুর্বল হয়ে পড়ে ৷ সুপার ওম্যানটার শক্তি যেন চোখের সামনে আস্তে আস্তে কমতে থাকে । এই বয়সে আমাদের বন্ধু বান্ধবও কমে যায় ৷ যারা লাইফ নিয়ে খুব বেশী সিরিয়াস তারা পার্ট টাইম জবে ঢুকে যায় । কেউ স্কলারশীপ নিয়ে বাইরে চলে যায় ৷ কেউ দৌঁড়ায় IELTS , GRE , বিসিএস নিয়ে ৷ আর যারা এসবের কোনটা করে না তারা বসে বসে ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে থাকে ৷
এই দিনগুলোতে চকবাজার , জিইসির টংয়ের দোকানে ভীড় তো লেগেই থাকে। শুধু পরিচিত মুখগুলো আস্তে আস্তে কমতে থাকে । অনেকদিন পর দেখা হলে "আরে বন্ধু কি অবস্থা তোর আচ্ছা আসি রে একটু কাজ আছে আর্জেন্ট"। ব্যাস এতোটুকুই ।
সময় যত বাড়তে থাকে কপালে যেন চিন্তার ছাপ পড়ে যায় । আমিতো তেমন কিছুই পারি না ৷ একটা চাকুরী জুটবে তো কপালে? এতো খারাপ সিজিপিএ দিয়ে কিছু হবে তো? আর এই বয়সের মেয়েদের কথা আলাদা করে আর কি বলবো । চারদিকে আত্নীয়স্বজন তখন মোটামুটি বিয়ের জন্যে একরকম আন্দোলন করা শুরু করে ৷
এদিকে গেলে "বিয়ে কবে করবা" ওদিকে গেলে "বিয়ে কবে করবা" । বিয়ে বাড়ি কিংবা পার্টিতে গিয়ে যে একটু শান্তিতে বিয়ে খাওয়া হবে তারও সুযোগ নাই ।
এখানে বিয়ে খাইতে মানুষ আসে কম নিজের ছেলে কিংবা দেবরের জন্যে সাজুগুজু করা সুন্দরী মেয়ে ঠিক করতে আসে বেশী । মেয়ে বুড়িয়ে যাচ্ছে ৷ চারপাশে বান্ধবীদেরও সমানে বিয়ে হচ্ছে । আর তাই হয়তো ক্যারিয়ার নিয়ে অতি সিরিয়াস মেয়েটাও মধ্যরাতে ভাবতে বসে "আমার সময় কি তবে আসলেই চলে যাচ্ছে?" ।
সবকিছুর পরও এই বয়সেও যে ভুল করে আমরা কারো প্রেমে পড়ি না ব্যাপারটা ঠিক তা না । তবে আগের ইম্যাচিউর প্রেমের বাজে এক্সপেরিয়েন্স আর ক্যারিয়ার নিয়ে ভয় সব মিলিয়ে সমীকরণটা প্রায় সময় অসমাপ্ত থেকে যায় ৷
- হুসাইন রিফাত
No comments:
Post a Comment